Wellcome to National Portal
Main Comtent Skiped

Chhotamani Nibas
পিতৃ-মাতৃ পরিচয়হীন ০-৭ বছর বয়সী পরিত্যক্ত/পাচার হতে উদ্ধারকৃত শিশুদের ছোটমনি নিবাসে লালনপালন করা হয়। সমাজসেবা অধিদফতর ৬ বিভাগে অবস্থিত ৬টি ছোটমনি নিবাসে শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করছে।

সেবা

  • পরিত্যক্ত ও দাবীদারহীন শিশু উদ্ধার;
  • থানায় সাধারণ ডাইরী;
  • কেন্দ্রে গ্রহণ, সরাসরি ভর্তি ও নিবন্ধন;
  • লালনপালনের পূর্ণ দায়দায়িত্ব এবং অভিভাবকত্ব গ্রহণ;
  • মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান;
  • শিশুদের সরকারি খরচে আবাসন, ভরণ-পোষন, শিক্ষা, চিকিৎসা সেবা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থাকরণ;
  • সাত বছর বয়সের পর সরকারি শিশু পরিবারে স্থানান্তর।

     

    সেবা গ্রহীতা

  • পিতৃ-মাতৃ পরিচয়হীন ০-৭ বছর বয়সী পরিত্যক্ত/পাচার হতে উদ্ধারকৃত শিশু

 

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা ছোটমনি নিবাস পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে উপতত্ত্বাবধায়ক ছোটমনি নিবাস পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি কার্যক্রম বাস্তবায়ন কমিটি ছোটমনি নিবাস পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ছোটমনি নিবাসের উপতত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন।

 

সেবাদান কেন্দ্র

  • ছোটমনি নিবাস,আজিমপুর, ঢাকা;
  • ছোটমনি নিবাস, রৌফাবাদ, চট্টগ্রাম;
  • ছোটমনি নিবাস, গ্রেটার রোড, রাজশাহী;
  • ছোটমনি নিবাস, বাগবাড়ী, সিলেট;
  • ছোটমনি নিবাস, মহেশ্বরপাশা, খুলনা;
  • ছোটমনি নিবাস, আগৈলঝরা, বরিশাল।